মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে নড়াইলে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকালে জেলা তথ্য অফিসের আয়োজনে নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নড়াইল জেলা তথ্য অফিসার মোঃ ইব্রাহিম আল মামুনের সভাপতিত্বে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও দেশের চলমান উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবাশীষ চৌধুরী, বিশেষ অতিথি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ন কবীর, নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শামীম হোসেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন যে, ‘ত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই অর্জনকে সমুন্নত রাখতে ও দেশের অগ্রযাত্রায় আমাদেরকে স্ব স্ব স্থান থেকে কাজ করে যেতে হবে।’
অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।