নড়াইলে মহিলা আওয়ামীলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৭ ফেব্রæয়ারঘী সকাল ১০টায় জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালযে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং পুরাতন বাসটার্মিনালে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি গুলাশান আরা বুলুর সভাপতিত্বে দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অর্পনা রানী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক ইপিরানী অধিকারী, সদস্য নারগিস সুলতানা চিনি, ওয়াহিদা হাবিব প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রয়াত আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এসএম ফজলুর রহমান জিন্নাহ ও নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রখ্যাত গণিতবিদ একেএসএম নওয়াব আলীর মৃত্যুতে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে মহিলা আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশগ্রহণ করে।