সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিতের প্রতিবাদে পৃথক দুটি স্থানে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (৬জুলাই) বিকালে নড়াইল প্রেসক্লাবের সামনের সড়কে বাম গণতান্ত্রিক জোট নড়াইল জেলা শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবুল হোসেন, বামজোটের সমন্বয় মনিউর রহমান জিকু, সিপিপি জেলা কমিটির সাধারণ অঞ্জন রায়, সদস্য সঞ্জীব রাজবংশী, সদস্য প্রসেনজিত সরকার, মার্কসবাদী সাধারণ সম্পাদক নড়াইল জেলা কংকন পাঠক প্রমুখ।
বক্তারা, ঘটনার সুষ্ঠতদন্ত দাবি করেন নিপীড়িত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তাসহ স্বপদে পুর্নবহালের দাবি করেন।
এদিকে বুধবার দুপুরে আদালত সড়কে নিপিড়নের বিরুদ্ধে, নড়াইলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিপিড়নের বিরুদ্ধে, নড়াইলের আহ্বায়ক সাইফুর রহমান হিলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাহামুদুল হাসান কায়েস, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট গোলাম নবী, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু, রেডক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, জজকোর্টে আইনজীবি রবীন্দ্রনাথ অধিকারী প্রমূখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফকরুল হাসান স্মারকলিপি গ্রহন করেন।