নড়াইলে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ এর পক্ষ থেকে এক হাজার দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এর আয়োজনে নড়াইলের লোহাগড়ার ইতনা ইউনিয়নের করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপহার বিতরণ করা হয়।
এ সময় যশোর সেনানিবাসের উর্দ্ধতন কর্মকর্তাগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। উপহার সামগ্রীর মধ্যে ছিলো প্রতিটি প্যাকেটে পোলাও এর চাল, সাধারণ চাল, লাচ্চা সেমাই, চিনি, ডাল ও তেল।
এদিকে দ্রব্যমুল্যের এই উর্দ্ধগতির বাজারে ঈদকে সামনে রেখে উপহার সামগ্রী পেয়ে ভীষণ খুশি নদীভাঙ্গন কবলিত এলাকার এসকল অসহায় ও দুঃস্থ্য মানুষেরা।