নড়াইল জেলা ক্রীড়া অফিসের আট দলীয় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি।।

নড়াইলে আট দলীয় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারী) জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কালিয়া উপজেলায় চাঁচুড়ী পুরুলিয় মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় কালিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয় , দাখিল মাদ্রাসা ও ক্লাবসহ ৮টি দল এ অংশ গ্রহন করে।

প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি জেলা তথ্য অফিসার মোঃ ইব্রাহিম-আল-মামুন, বিশেষ অতিথি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, নড়াইলের সহকারী প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন, চাচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানেজেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও ক্লাবের খেলোয়ারবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো দেখুনঃ