নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি।।

নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (২ মার্চ) সদর উপজেলার গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ হায়দার আলীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান, বিশেষ অতিথি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদ, গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সভাপতি শিক্ষানুরাগী প্রকৌশলী (অবঃ) শৈলেন্দ্রনাথ সাহা, সাবেক কেন্দ্রীয় শিক্ষক নেতা আলহাজ¦ মোঃ তোরাপ আলী, জেলা শিক্ষক সমিতির সভাপতি ফকির ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ধ্রুব কুমার ভদ্র, সহ-সভাপতি নিমাই চন্দ্র পাল, লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, কালিয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশীদ, বল্লারটোপ মাধ্যমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াহ হোসেন প্রমুখ।

বক্তারা,এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে জাতীয়করণের দাবি জানান। অন্যথায় আগামীতে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে বক্তারা ঘোষণা দেন।

সম্মেলনে সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ অংশ্রহণ করেন।

আরো দেখুনঃ