পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধায় আটোয়ারী আদর্শ মহিলা কলেজ প্রাঙ্গনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা বিএনপির আহবায়ক এ. জেড এম. বজলুর রহমান জাহেদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আকতারুজ্জামান আতা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির আন্তজার্তিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের ধানের শীষের কাণ্ডারী ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির।
এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট রীনা পারভিন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ মজিদ, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শাহজাহান খান, উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো: কুদরত-ই খুদা, উপজেলা যুবদলের আহবায়ক কাজী নজরুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মতিয়র রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান শাহাজাহান আলী সহ জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি সহ উপস্থিত বক্তারা দলীয় কার্যক্রমকে সুষ্টু ভাবে পরিচালনা সহ গতিশীল করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। একই সাথে দেশের মঙ্গল কামনা সহ সারাদেশের মুসলিমদের জন্য দোয়া কামনা করা হয়।