পঞ্চগড়ের আটোয়ারীতে গাঁজাসহ নাজির হোসেন (৩৪) ও জাকির হোসেন (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ অক্টোবর) সন্ধায় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আরাজী মন্ডলহাট এলাকায় তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, মাদক ব্যবসায়ী নাজির একই উপজেলার বলরামপুর চামেশ্বরী এলাকার মৃত আবুল কাশেমের ছেলে ও জাকির মৃত ওয়াজেদ আলীর ছেলে।
জানা যায়, নিয়মিত বিশেষ অভিযানে থানার উপ-পরিদর্শক (এসআই) দীনবন্ধু রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে আরাজী মন্ডলহাট এলাকার আলহাজ্ব শফিউদ্দিন কৃষি কলেজের পুরাতন ভবনের পিছনে মাদক কেনা- বেচার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সোয়েল রানা বলেন, তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।