পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শীতজনিত রোগে (ডায়রিয়া) আক্রান্ত হয়ে তালহা নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার সময় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভেলুপাড়া গ্রামে নিজ বাড়িতে মারা যায় শিশুটি। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, শিশু তালহা ভজনপুরের ভেলুপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী আবু তাহেরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে ডায়রিয়ায় আক্রান্ত হয় শিশু তালহা। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে শিশুটির প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে নেন পরিবারের সদস্যরা। এদিকে গভির রাতে শিশুটির অবস্থার অবনতি হলে সকালে আবারো স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় পল্লী চিকিৎসক শাহিনুর রহমান শাহীন বলেন, শুক্রবার সর্দি-কাশি অবস্থায় তার বাবা শিশুটিকে নিয়ে আসে। এসময় জানায় ৫ থেকে ৬ বার পাতলা পায়খানা করেছে শিশুটি। এসময় প্রাথমিক চিকিৎসা দিয়ে পরামর্শ দেয়া হয় যে পায়খানা আবারো দেখা দিলে হাসপাতালে ভর্তি করার। কিন্তু তারা চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে চলে যায়। পরে সকালে আবারো আমার কাছে শিশুটিকে মৃত অবস্থায় নিয়ে আসে।
ভজনপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য তবিবর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এফআর/অননিউজ