পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নে ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় রাব্বি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) বিকেলে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের চৌরাস্তা বাজার এলাকার পাশে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত শিশু রাব্বি ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু রাব্বি দেবনগর বাজার থেকে চৌরাস্তা যাওয়ার আঞ্চলিক সড়কের পাশে হাঁটছিল।
একসময় রাস্তায় উঠে গেলে চৌরাস্তা বাজারগামী একটি ব্যাটারি চালিত ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে রাব্বি গুরুতর আহত হলে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহসিনুল হক দুর্ঘটনায় ওই শিশুর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
সুমন,অননিউজ24।।