পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাজার তদারকি অভিযানে চার ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অহেতুক মূল্য বৃদ্ধি রোধে শনিবার (১৯ নভেম্বর) বিকাল থেকে সন্ধা পর্যন্ত জেলার তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে শালবাহান হাট এলাকায় তাদের জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।
জানা যায়, তেঁতুলিয়া উপজেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। শনিবার বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের শালবাহান হাটে ইউনিয়ন পরিষদ কর্তৃক আইনানুগভাবে ধার্যকৃত কর (ট্রেড লাইসেন্স ও পেশা) ফাঁকি দেওয়ায় স্থানীয় সকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৯৮(১) মোতাবেক দুই জন ব্যবসায়ীকে পৃথক ভাবে ১ হাজার টাকা এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে দুই ব্যক্তিকে ৪ হাজার টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com