অনিয়ন্ত্রিতভাবে পাথর বাছাই ও রাস্তার উপর পাথর ও বালু রেখে বায়ু দূষণসহ ড্রাইভিং লাইসেন্স না থাকায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তিন ব্যক্তিকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (৪ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধা পর্যন্ত জেলার তেঁতুলিয়ার সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের এ জরিমানা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।
জানা যায়, তেঁতুলিয়া উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় বাংলাবান্ধা- তেঁতুলিয়া সড়কের সর্দারপাড়া এলাকায় রাস্তা দখল করে অনিয়ন্ত্রিতভাবে পাথর বাছাই ও রাস্তার উপর পাথর ও বালু রেখে বায়ু দূষণ করার অপরাধে সর্দারপাড়া এলাকার কবুল হোসেনের ছেলে কাজী শাহাবদ্দীনকে ১৫ হাজার টাকা, অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রকারী হর্ণ ব্যবহারের করায় এক ট্রাক চালককে ৪ হাজার টাকা ও ড্রাইভিক লাইসেন্স না থাকায় ২ হাজার টাকাসহ মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই সাথে বায়ু ও শব্দ দূষণ রোধে স্টোন ক্রাশিং ও নেটিং কাজে নিয়োজিত শ্রমিকদের সচেতন করাসহ এ সময় ২টি বাস ও ১টি ট্রাকে ব্যবহৃত উচ্চমাত্রার শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com