পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় ওকিউল ইসলাম (৫৫) নামে এক পথচারী ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধায় জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া এলাকায় বাংলাবান্ধা- পঞ্চগড় জাতীয় মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত ওকিউল বাংলাবান্ধা ইউনিয়নের নারায়ণজোত গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, ওকিউল নামে ওই ব্যক্তি বিকেলে তার জামাই এর বাড়িতে বেড়াতে যান। মেয়ে- জামাই এর সাথে দেখা শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে ফেরার পথে বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়াগামী একটি মোটরসাইকেল রাস্তার পাশে তাকে ধাক্কায় দেয়। এতে গ্রুরুত্বর আহত হন তিনি। স্থানীয়রা হাইওয়ে থানা পুলিশকে খবর দিলে দ্রুত তাকে উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক ওকিউলকে মৃত ঘোষণা করেন। একই সময় আহত হয়েছে মোটরসাইকেল চালক সাকিব (২২) নামে এক যুবক। স্থানীয়দের সহায়তায় সাকিবকে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লতিফ সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে করেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ থাকলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।