পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রাতের আধাঁরে পিকআপ করে ভারতে চা পাঁচারের চেষ্টায় আব্দুল মাজেদ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
সোমবার (৭ আগস্ট) আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এর আগে একই দিন ভোর রাতে উপজেলার ভজনপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় একটি পিকআপে থাকা ৪০ বস্তা চা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল মাজেদ পঞ্চগড় সদর উপজেলার জগদল গ্রামের নজরুল ইসলামের ছেলে।
জানা গেছে, ভারতে চা পাঁচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সোমবার ভোর রাতে চা ভর্তি পিকআপসহ মাজেদকে ভজনপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা আরো ৩/৪ জন সহযোগী পালিয়ে যায়। জানা যায়, জব্দকৃত ৪০ বস্তা চায়ের বাজার মূল্য প্রায় ২ লাখ ৭ হাজার টাকা। আর প্রতি বস্তা ৪৫ কেজি বলে জানা যায়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার মাজেদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপর পলাতক আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com