রোববার (৭ জানুয়ারি) অনুষ্টিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-০১ এর দুইটি আসনে নির্বাচিত হয়েছেন নৌকার দুই প্রার্থী। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে নৌকার প্রার্থী নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট ট্রাক প্রতিকে পেয়েছেন ৫৭ হাজার ২১০ ভোট।
এদিকে পঞ্চগড়-২ আসনে নৌকার প্রার্থী নুরুল ইসলাম সুজন ৫ম বারের মত নির্বাচনে অংশগ্রহণ করে ৪র্থ বারের মত এবার ১ লাখ ৮১ হাজার ৭২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লঙ্গল প্রতীকের প্রার্থী লুৎফর রহমান রিপন পেয়েছেন ৭৬২৭ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রাতে পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জহুরুল ইসলাম বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন। এসময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দীন, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা নির্বাচন কর্মকর্তা শুধাংসু কুমার সাহা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ