পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাক- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শাহাজান আলী (৪২) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে দেবীগঞ্জ উপজেলার বানুরহাট এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে৷
জানা যায়, মৃত শাহজাহান নীলফামারী জেলার সদর উপজেলার খোকশাবাড়ি সন্নাসিপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে৷ তিনি কাজী ফার্মস নামক একটি বেসরকারী প্রতিষ্ঠানের পঞ্চগড় অফিসে চাকুরী করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহাজান নামে ওই মোটর সাইকেল আরোহী মোটরসাইকেল যোগে পঞ্চগড়ে থেকে তার গ্রামের বাড়ি নীলফামারী যাওয়া সময় দেবীগঞ্জ বানুরহাট এলাকায় গেলে এসময় একটি ট্রাকের সাথে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ এদিকে খবর পেয়ে দেবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে ঘাতক ট্রাকটি ঘটনার পরপরই পালিয়ে যাওয়। নিহতের পরিবারের লোকজন অভিযোগ দায়ের করলে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে৷