পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়ের বাজার তদারকি অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার কালিয়াগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, বাজার তদারকি অভিযানে কালিগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মূল্য তালিকা না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে মাতৃছায়া কনফেকশনারীকে ৩ হাজার টাকা জরিমানা, দইয়ের গায়ে মূল্য লেভেল না থাকায় বাঘা মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা ও ফরহাদ ট্রেডার্সে মূল্যতালিকা না থাকায় ২ হাজার টাকা সহ মোট ৭ হাজার টাকা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আরোপ ও আদায় করা হয়। একইসাথে সকলকে সচেতন করা হয়।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com