পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাজার তদারকি অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়। বুধবার (৬ এপ্রিল) দুপুরে দেবীগঞ্জ উপজেলা সদর বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন অভিযান পরিচালনাকালে ওই চার প্রতিষ্ঠানকে জরিমানা করেন।
পরেশ চন্দ্র বর্মন জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের নির্দেশনায় জেলা ভোক্তা সংরক্ষরণ অধিদপ্তর দুপুরে দেবীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় এক ফার্মেসীকে মেয়াদ উত্তির্ন ঔষধ রাখার দায়ে ৪ হাজার ও ৩ গরুর মাংসের দোকানে মূল্যে তালিকা না রাখায় ও অপরিচ্ছন্ন থাকার কারণ ৫শ টাকা করে ১৫শত সহ মোট ৫ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।