চীনের অর্থায়নে ১ হাজার শয্যার প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ের বোদায় উপজেলায় স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড়ে।
রবিবার (২০ এপ্রিল) দুপুরে বোদা উপজেলাবাসী ব্যানারে বোদা সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ গেটের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও গণজমায়েত অনুষ্ঠিত হয়। এতে এতে দলমত নির্বিশেষে উপজেলার প্রায় সহশ্রাধীক মানুষ অংশগ্রহণ করে।
এসময় বক্তারা নানা দূর্ভোগে শিকার হওয়ার কথা জানিয়ে মেডিকেল কলেজ হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবি জানিয়ে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখার হুঁশিয়ারি দেন বক্তারা।
গণজমায়েত ও মানববন্ধনে পঞ্চগড় জেলা জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক তোফিজ উদ্দিন আহম্মদ বেলালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমরান আল আমিন, বোদা উপজেলা জাগপার আহ্বায়ক সিরাজুল ইসলাম মাস্টার, সমাজসেবক সফিউল আলম টুটুল, বোদা বণিক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার হুসেন হাসান, বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম প্রমূখ।