পঞ্চগড়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করা দায়ে আক্কাস আলী (৫২) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামে চাওয়াই নদীর পাড়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এই জরিমানা করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাতের আঁধারে চাওয়াই নদীতে গভীর গর্ত করে ঝুঁকিপূর্ণভাবে অবৈধভাবে বালু উত্তোলন কালে দুটি মেশিনসহ মালিককে আক্কাস আলীকে হাতেনাতে ধরা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারা লংঘনে ১৫(১) ধারায় আসামিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়। আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়।