ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়।।
বিএনপির জামাতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা করেছে পঞ্চগড় জেলা আওয়ামীলীগ।
রোববার (৩০ জুলাই) বিকেলে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তার নেতৃত্বে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এর আগে পঞ্চগড় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় শহরের শেরে বাংলা পার্কে এক সমাবেশের আয়োজন করে।
একই সাথে আগামী ২ আগস্ট রংপুরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে সকলকে উপস্থিত থাকার আহব্বান জানানো হয়।
এসময় শান্তি সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিরিফুল ইসলাম পল্লব, পঞ্চগড় পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল ইসলাম, পৌর কাউন্সিলর হাসনাৎ হামিদুর রহমান, ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল সহ আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।