পঞ্চগড় সদর উপজেলায় মাদক বিক্রির সময় (ইয়াবা) ১০০ পিচ ইয়াবাসহ আনিস (৩৯) ও জাকির হোসেন (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ঠুটাপাকুরী গ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) সাহিদুর রহমান ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, আটক মাদক ব্যবসায়ী আনিস একই ইউনিয়নের নরদেবপাড়া গ্রামের সামসুদ্দিনের ছেলে ও জাকির হোসেন হাফিজাবাদ ইউনিয়নের পুকুরীডাঙ্গা গ্রামের মশিউর রহমান দফদারের ছেলে।
পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে অমরখানা ইউনিয়নের ঠুটাপাকুরী গ্রামের বারেক মেম্বারের বাড়ীর সামনে মাদক বিক্রির সময় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ১০ গ্রাম ওজনের একটি পলিথিন থেকে ১০০ পিচ ইয়াবা জব্দ করা হয়। একই সময় একটি রানার মোটরসাকেল জব্দ করে পুলিশ। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য ধরা হয়েছে প্রায় ২০ হাজার টাকা।
উপপরিদর্শক (এসআই) সাহিদুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়েন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং-২৮ তারিখ-২৮/০৩/২৪ ইং। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।
এফআর/অননিউজ