পঞ্চগড়ে প্রায় শতাধীক নারী-পুরুষ উদ্যোক্তাদের নিয়ে উদ্যোক্তা সম্মেলনের মাধ্যমে চতুর্থ বারের মত অনুষ্ঠিত হয় মিলন মেলা।
শুক্রবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী পঞ্চগড় হিমালয় পার্কে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। নারী উদ্যোক্তা হোম মেড ফুড প্রত্যাশার আমাতুন নুর রোজের আয়োজনে ফেসবুকের ই-কমার্স গ্রুপ উদ্যোক্তা উন্নয়ন আবাসনের চার বছর পূর্তি উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রুপের সদস্যরা এসে এই সম্মেলন ও মিলন মেলায় অংশগ্রহণ করে।
দিনব্যাপী নানা আয়োজনের পর এক আলোচনা শেষে উদ্যোক্তাদের হাতে উপহার তুলে দেয়া হয়। শেষে তাদের নিজস্ব তৈরি খাবারসহ দেশীয় তৈরি পণ্য প্রদর্শন করা হয়।
টার্চ ফ্যাসনের স্বত্ত্বাধীকারি আব্দুল মজিদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় বিসিকের ডিএম জাহাঙ্গীর আলম, নাসিব সভাপতি সাইফুল্লাহ,পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান শিক্ষাবিদ হাসনুর রশিদ বাবুসহ উদ্যোক্তারা।
জানা গেছে, গত চার বছর আগে উদ্দোক্তা উন্নয়ন আবাসন নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) গ্রুপ খুলে নারী উদ্যোক্তা আমাতুন নুর রোজ। এর মাঝে জেলার বিভিন্ন এলাকার উদ্যোক্তারা গ্রুপে যুক্ত হলে গ্রুপে সদস্য সংখ্যা দারায় ১০ হাজারের অধীক। বর্তমানে এই গ্রুপের মাধ্যমে পঞ্চগড় জেলার নারী ও পুরুষ উদ্যোক্তারা তাদের তৈরি বিভিন্ন পণ্য প্রচার করছেন বলে জানা যায়।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com