বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে পঞ্চগড়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুন) রাতে পঞ্চগড় শহরের মোহাম্মদ আলী হাফেজিয়া মাদ্রাসায় এতিম ছাত্রদের নিয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তি চেয়ে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দাবি করেন। একই সাথে বেগম খালেদা জিয়ার পরিবারের সকল সদস্যসহ নেতাকর্মীদের সুস্থ্যতা কামনা করেন তারা।
এসময় পঞ্চগড় জেলা ছাত্রদলের সহ সভাপতি জাহেদুল ইসলাম রাসেল, পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সহ পঞ্চগড় জেলা ছাত্রদল, সদর উপজেলা ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।