পঞ্চগড়ে চা কারখানার দ্বন্দ্বে উদ্যোক্তাদের নামে মামলা, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন পাঁচ তরুণ উদ্যোক্তা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চা কারখানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।
লিখিত বক্তব্যে উদ্যোক্তা আরিফ হোসেন জানান, পরিচালক পক্ষের দ্বন্দ্বে দীর্ঘদিন কারখানাটি বন্ধ ছিল। আদালতের অনুমতি ও সংখ্যাগরিষ্ঠ পরিচালকদের সিদ্ধান্ত অনুযায়ী চুক্তির মাধ্যমে তারা পাঁচজন উদ্যোক্তা উৎপাদন কার্যক্রম চালু করেন। এর ফলে বর্তমানে শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে এবং স্থানীয় চাষীরা সরাসরি কাঁচা পাতা বিক্রির সুযোগ পাচ্ছেন।
তিনি অভিযোগ করেন, কারখানা সচল হওয়ার কয়েক মাসের মাথায় পরিচালক আব্দুর রাজ্জাক আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় কারখানার চেয়ারম্যান আইরিন পারভীন, পরিচালক শাহ আলম মিঠু, সাবেক শিক্ষা অফিসার বোরহান উদ্দিন ও আমার ছোট ভাই রাকিব হোসেনকে বিবাদী করা হয়েছে।
আরিফ হোসেন আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি এ মামলার কারণে কারখানা বন্ধ হয়ে যায়, তবে শতাধিক পরিবার কর্মহীন হবে। একইসঙ্গে সরকারের রাজস্ব আয় ব্যাহত হবে এবং স্থানীয় চা শিল্প ক্ষতির মুখে পড়বে।
সংবাদ সম্মেলনে উদ্যোক্তা রাকিব হোসেন, কারখানার কর্মকর্তা মকলেছার রহমান, মন্তাজ আলী, শ্রমিক ও স্থানীয় চা চাষীরা উপস্থিত ছিলেন।
jn