পঞ্চগড় শহরের ফুটপাত দখল মুক্ত করতে ও যানজট কমাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিজান শুরু করেছে জেলা প্রশাসন।
সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে শহরের চৌরঙ্গী মোড় থেকে টুহিরহাট সড়কের বানিয়াপাড়া পর্যন্ত এই অভিযান চালায় প্রশাসন। এ সময় সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন তারা। একই সাথে সড়কের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ভবনের বাড়তি অংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
উচ্ছেদ অভিযানে পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবেত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন, সিনিয়র সহকারী কমিশনার (জেনারেল সার্টিফিকেট শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, রেকর্ডরুম শাখা ও জেলা ই-সেবা কেন্দ্র) শায়লা সাঈদ তন্বী, সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা, রাজস্ব মুন্সিখানা শাখা, আইসিটি শাখা ও শিক্ষা ও কল্যাণ শাখা) ইমরানুজ্জামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ত্রাণ শাখা, ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা, সাধারণ শাখা, স্থানীয় সরকার শাখা, ফ্রন্টডেস্ক শাখা ও লাইব্রেরী শাখা) মিজানুর রহমান, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন, সদরের সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজিসহ প্রশাসনের কর্মকর্তারাসহ সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত কয়েকদিন ধরে নোটিশ ও মাইকিং এর মাধ্যমে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ প্রদান করা হয়। এর মাঝে যারা অবৈধ স্থাপনা সরিয়ে নেন নি, তাদের বিরুদ্ধে ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। শহরের যানজট কমানোর পাশাপাশি সৌন্দর্য ও নিরাপদ করতেই এমন উদ্যোগ। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের কর্মকর্তা।
জেলা প্রশাসক সাবেত আলী বলেন, পঞ্চগড় শহরকে সুশৃঙ্খল ও যানজট মুক্ত করতে শহরবাসীকে নিয়ে অভিযান পরিচালনা করছি আমরা। অনেক আগেই এই পরিকল্পনা গ্রহণ করা হলেও, আজ তা বাস্তবায়ন হচ্ছে। শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপাড়া পর্যন্ত সড়কটির দুই পাশে থাকা অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ অভিযানের মাধ্যমে সড়ক দখল মুক্ত করা হচ্ছে। আশা করি এই অভিযানের পর রাস্তাটি সম্প্রসারণের পাশাপাশি যানজট মুক্ত হবে। একই সাথে পুরো শহরকে সুশৃঙ্খল করতে ও যানজট মুক্ত করতে আমাদের পরিকল্পনা রয়েছে, পর্যায়ক্রমে তা বাস্তবায়ন হবে। তবে অভিযানের পর আবারো যাতে কেও সড়কের জাইগা দখল করতে না পারে সে ব্যাপারে আমরা সোজাগ থাকবো। একই সাথে শহরবাসীসহ সকলের সহায়তা কামনা করেন তিনি।
একে/অননিউজ24