পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে লেবেল বিহীন সেমাই ব্যবহার করা ও অনুমোদনহীন ফ্লেভার ব্যবহার করার দায়ে কারখানাসহ দুই প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হেলিবোর্ড ও জগদল বাজারে অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়। এসময় অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের পঞ্চগড় কার্যালয়ের পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
পরেশ চন্দ্র বর্মন বলেন, ভোক্তার চাহিদা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এসময় লেবেল বিহীন সেমাই ব্যবহার করায় আল-বাঈক বেকারি এন্ড সুইটসকে ৫ হাজার টাকা ও অনুমোদনহীন ফ্লেভার ব্যবহার করায় আল-আমীন বেকারিকে ৪ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এফআর/অননিউজ