পঞ্চগড়ে দুর্নীতির অভিযোগ তুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষকদের সংবাদ সম্মেলন
পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের সাময়িক বহিস্কৃত প্রধান শিক্ষক রবিউল আলম সাবুলের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে একই প্রতিষ্ঠানের শিক্ষকরা। একই সাথে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচার দাবি করেন তারা।
সোমবার (৭ জুলাই) বিকেলে উপজেলার বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের শিক্ষক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান শিক্ষক রবিউল আলম সাবুলের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ তুলে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠারটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারগিস পারভীন মৌসুমী, সহকারি শিক্ষক আবু সাঈদ নূর আলম, সহকারি শিক্ষক আবু তাহের। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্য শিক্ষকরা।
এ সময় অভিযোগ করে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন রবিউল আলম সাবুল। দায়িত্ব পালনের মাঝে তিনি বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাৎ করেছেন। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর গত ২০২৪ সালের ১০ নভেম্বর রাজনৈতিক মামলায় প্রধান শিক্ষক সাবুল কারাগারে গেলে তদন্ত কমিটির মাধ্যমে টাকা আত্মসাৎ এর বিষয়টি সামনে আসে। একই সাথে রবিউল আলম সাবুলকে সাময়িক বহিস্কার করা হয়।
আরো বলেন, কখনো কোন হিসেব দেননি, বিদ্যালয়ের নামে থাকা অর্থ তিনি বিধি বহির্ভূতভাবে উত্তোলন করছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি ফি, পরীক্ষা ফি সহ শেসন ফি প্রতিষ্ঠানের একাউন্টে জমা না করে বাসায় নিয়ে যেতেন। তাই অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচারের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এদিকে অভিযোগের বিষয়ে সাময়িক বহিস্কৃত প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল গণমাধ্যমকর্মীদের বলেন, যেসব শিক্ষক আমার বিরুদ্ধে অভিযোগ আনয়ন করেছেন মূলত তাদের নিয়োগ পত্রসহ সার্টিফিকেটের ত্রুটি রয়েছে। তারা এসব ঢাকার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
তিনি আরো বলেন, আমি অন্য দল করেছি। সে কারণে এখন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছি। এখন বিদ্যালয়ের বাইরে আছি। আমি যেন বিদ্যালয়ে যেতে না পারি এজন্য তারা এসব করে বেড়াচ্ছে। আর আমি কোন অনিয়ম দুর্নীতি করিনি। একাধিকবার মন্ত্রণালয় থেকে তদন্ত হয়েছে কোন অনিয়ম-দুর্নীতি প্রমাণিত হয়নি। যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে মাথা পেতে নেব।