পঞ্চগড় জেলার ছোট-বড় প্রায় ৫০টি নদীর টেকসই ব্যবস্থাপনা ও পরিবেশগত প্রভাব নিয়ে এক জনমত যাচাই সভা ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে "পঞ্চগড় জেলার নদীসমূহের টেকসই ব্যবস্থাপনা (পর্যায়-১) প্রকল্পে” বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পঞ্চগড় অফিস চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রজেক্টরের মাধ্যমে এক প্রেজেন্টেশন করা হয়। একই সাথে বক্তারা নদী খনন সহ প্রস্তাবিত নদীর তীর প্রতিরক্ষার বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।
পরে জেলার ৫ উপজেলার জনপ্রতিনিধি সহ স্থানীয়দের মতামত গ্রহণ করেন অতিথিরা।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়ের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাও সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার, পঞ্চগড়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহেল রানা, পানি উন্নয়ন বোর্ড পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী।
ডিজার হোসেন বাদশা
পঞ্চগড় প্রতিনিধি
০১৯১৯০৪৬৫৬৭
০১৭১০০৪৬৫৬৭
10/02/2025


প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com