ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়।।
পঞ্চগড়ের বোদা উপজেলায় সনাতন ধর্মালম্বীদের মহালয়া উৎসব উপলক্ষে বদেশ্বরী মহা বিদ্যা পীঠ মন্ডিরে করতোয়া নদী পাড় হয়ে যাওয়ার সময় নৌকা ডুবির ঘটনায় ৭২ জনের মৃত্যুতে দীর্ঘ একবছর পর দূর্ঘটনাস্থলে ওয়াই আকৃতির সেতু নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের প্রবেশ মুখে রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মন্ত্রী বলেন, বিভিন্ন প্রক্রিয়ার জন্য সময় লাগছে। তবে সেতুটি ভূমিকম্প সহনশীল ও অত্যাধুনিক ভাবে তৈরি করতে কাজ চলছে। দ্রুত সেতুর কাজ শুরু হবে বলে জানিয়ে তিনি আরো বলেন আগামী দেড় বছরের মধ্যে সেতু নির্মাণের কাজ শেষ হবে।
এসময় পঞ্চগড় স্তানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলশ টবি, বোদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র ওয়াহিদুজ্জামান সুজা, মাড়েয়া বামনহাট ইউপি চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিমসহ জেলা ও উপজেলার নেতা-কর্মীরা।
জানা যায়, আউলিয়া ঘাটের করতোয়া নদীর উপর ১১৬ কোটি ৪৯ লক্ষ ৩৬ হাজার ৫৮৮ টাকা ব্যায়ে ৮৯১ মিটার পিসি গার্ডারের এই ওয়াই সেতু নির্মাণ করা হবে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com