পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড় সদরে পুকুরের পানিতে ডুবে মুয়াজ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (০৯ জুলাই) সন্ধায় পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরিজোত গ্রামে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে আছরের আযানের পর থেকে নিখোঁজ ছিল বলে জানায় শিশুটির পরিবার।
নিহত শিশু মুয়াজ মুহুরিজোত গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে।
নিহত শিশুর মামা পাপ্পু পুকুরের পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে বাড়ির বাইরে খেলা করছিল শিশু মুয়াজ। আছর থেকে সন্ধা হওয়ার পরেও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুজি শুরু করে। কোথাও না পেয়ে সন্ধায় স্থানীয়দের সহায়তায় বাড়ির পাশে থাকা একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
এফআর/অননিউজ