পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে আমিনার রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার ঝলই শালশিড়ি ইউনিয়নের নতুনহাট আরাজি শিকারপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত শিশু আমিনার একই গ্রামের মইর উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির কাজের মাঝে শিশুটির মা আমিনা বেগম বাড়ি থেকে ১'শ মিটার দূরে মাঠে ছাগল বাঁধতে বের হয়। এসময় বাড়ির আঙ্গিনায় প্রতিবেশী আরেক শিশুর সাথে খেলা করছিল আমিনার। খেলার মাঝে মাকে ছাগল নিয়ে বের হতে দেখে শয়নসহ পেছনে পেছনে বের হয় আমিনার। এসময় তারা পুকুর পাড়ে গেলে পুকুরের পানিতে পড়ে যায় আমিনার। এসময় মা আমিনা বেগম ছেলেকে পড়ে যেতে দেখে দ্রুত ছুটে গিয়ে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।