পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে ডুবে বাদশা (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলার পৌরসভাস্থ সর্দাপড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, শিশু বাদশা একই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাদশা বাড়ির পাশে একটি পুকুড়ে শাপলা ফুল দেখতে পেয়ে ফুল তোলার জন্য পুকুরের পানিতে নামে। সাঁতার না জানায় এসময় সে পানির গভীরে গিয়ে ডুবে যায়। এদিকে তার পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করে। পরে বাড়ির পাশে ওই শিশুর মৃতদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24