পঞ্চগড়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে শিশুদের মারামারি, বাড়িতে হামলা করে দেয়া হয়েছে মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে শিশুদের মারামারি ঘটনায় মনসুর আলী নামে এক ব্যাক্তির বাড়িতে হামলা ও মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের টিটিহি পাড়া এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভূক্তভোগী পরিবার।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী মনসুর আলী।

এছাড়া ভূক্তভোগীর স্ত্রী কহিনুর বেগম, বোন প্রমিলা বেগম, প্রতিবেশী রাশেদুজ্জামান লিটন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় ভূক্তভোগী অভিযোগ করে বলেন, গত পহেলা জুলাই তেতুঁলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ঝালিংগীগছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল খেলতে যায় ভূক্তভোগীর ছেলে সহ এলাকার শিশুরা। এসময় বাকবিতন্ডায় মারামারির ঘটনা ঘটে স্থানীয় আইনজীবী সনেটের ভাতিজার সাথে ভূক্তভোগীর ছেলের। পরে এঘটনাকে কেন্দ্র করে আইনজীবী সনেট লোকজন ভুক্তভোগীর পরিবারের উপর হামলা করে। পরে পঞ্চগড় আদালতে একটি মামলাও দায়ের করে তারা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগীর পরিবারকে হুমকিও দেয়া হচ্ছে। এছাড়া সম্প্রতি তেতুঁলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের মাগুরমারী বাজারে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করে আইনজীবী সনেটের পরিবার। এছাড়া মামলার ঘটনায় ভূক্তভোগীর পক্ষ থেকে আদালতে কোন আইনজীবীকে শুনানিতে অংশ নিতে দেয়া হচ্ছে না।

এ ঘটনা সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক দাবি করেছেন ভূক্তভোগীর পরিবারের সদস্যরা।

এদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্তের ভাই আইনজীবী আল আমিন বলেন, আমরা কারো উপর হামলা করতে যাইনি। মুলত মনসুর আলী হলেন সন্ত্রাসী। তারা অবৈধ উপায়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এখন মানুষ ভাড়া করে সংবাদ সম্মেলন করছে। আমরা আদালতে তার পক্ষে আইনজীবীদের দাড়াতে বাঁধা দেইনি। কোন আইনজীবী না দাড়ালে এর জন্য তো আমরা দায়ী না।

আরো দেখুনঃ