পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ আগষ্ট) বিকেলে পঞ্চগড় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে পৌর আওয়ামী লীগের আয়োজনে একটি শোক র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
এসময় শোক র্যালীতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু তোয়বুর রহমান, মনিরা পারভীন, পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আল- তারেক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর উজ্জলসহ দলীয় নেতা-কর্মীরা অংশ নেয়।
শোক র্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এফআর/অননিউজ