পঞ্চগড়ে বিএনপির মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ের সামনে পঞ্চগড়–বাংলাবান্ধা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়নের নেতাকর্মীরা কার্যালয়ে জড়ো হয়। পরে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে জেলখানায় আটক থাকা নেতাকর্মীদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চুর সভপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক নাজমুল ইসলাম কাজল, আদম সুফি উপজেলা জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা এসময় বলেন দীর্ঘ ১৫ বছর ধরে বর্তমান সরকার বাংলাদেশের মানুষের উপর নিপিড়ন নির্যাতন চালিয়েছে। বিরোধী দলের অসংখ্য নেতা কর্মীকে জেল দেয়া হয়েছে। তারা জোর করে একটি নির্বাচন করতে যাচ্ছে। বক্তারা অবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করেন।
জামাল হোসাইন ভূঁইয়া/ অননিউজ ।।