সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করতে পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ নব-নির্মিত সরদারপাড়া বিওপি'র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে বড়শশী ইউনিয়নের সরদারপাড়া গ্রামে নব-নির্মিত এ বিওপির উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এসএম নাছের। ফিতা কাটা ও নামফলক উন্মোচনের মধ্য দিয়ে উদ্বোধন শেষে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বিওপি চত্বরে একটি গাছের চারা রোপণ করেন ও দেশ-জাতির শান্তি ও উন্নতি কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।
এরপর বিজিবি সদস্যদের উদ্দেশে বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এসএম নাছের বলেন, বিজিবি সদস্যরা প্রতিকূল পরিস্থিতিতেও দিনরাত পরিশ্রম করে দেশের সীমান্ত রক্ষা করে চলেছে। সীমান্ত সুরক্ষায় জনসচেতনতা ও বস্তুনিষ্ঠ তথ্য প্রদানে স্থানীয় জনগণ, সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতা আমরা অত্যন্ত মূল্যবান বলে মনে করি। সরদারপাড়া বিওপি চালুর ফলে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক প্রবাহ, নারী ও শিশু পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার হবে।
এদিকে বিজিবি সূত্রে জানা গেছে, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন প্রায় ১৪৩ কিলোমিটার সীমান্ত অঞ্চলের নিরাপত্তা দায়িত্ব পালন করে। ডানাকাটা, মালকাডাংগা ও বড়শশী বিওপি থেকে সরদারপাড়া এলাকার দূরত্ব বেশি হওয়ায় দীর্ঘদিন ধরে এ স্থানে নতুন বিওপি স্থাপনের প্রয়োজন দেখা দিয়েছিল। অবশেষে সীমান্ত সুরক্ষা আরও কার্যকর করতে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের ১৯তম বিওপি হিসেবে সরদারপাড়া বিওপি উদ্বোধন করা হয়।