পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে পূর্বের দায়ের করা বিভিন্ন মামলায় বিএনপি-জামায়াতের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা ও দেবীগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে সংশ্লিষ্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বিষয়গুলো নিশ্চিত করেন।
গ্রেফতাকৃতরা হলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার জায়ামাতের কর্মী জয়নাল আবেদীন ও আব্দুল লতিফ এবং দেবীগঞ্জ উপজেলার বিএনপির কমরেস আলী।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ও দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, নিয়মিতভাবে বিভিন্ন মামলার আসামীদের ধরতে আমাদের অভিযান পরিচালনা করা হয়ে থাকে। নাশকতা সৃষ্টিসহ পূর্বের দায়ের করা বিভিন্ন মামলায় বিএনপি-জামায়াতের এই তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এফআর/অননিউজ