পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ের বোদা উপজেলায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞত এক গাড়ির ধাক্কায় মিনতি বালা (৬৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জুন) রাত আটটার সময় জেলার বোদা উপজেলার পাথরাজ বাজার এলাকায় পঞ্চগড়- ঢাকা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মিনতি বালা একই এলাকার তেল তেলুর স্ত্রী।
স্থানীয়রা জানায়, মহাসড়কের পাশে থাকা বাড়ি থেকে রাতে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। এ সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তিনি। স্থানীয়রা ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন
এফআর/অননিউজ