পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ের পৌর বাণিজ্য মেলায় বান্ধবীদের সাথে ঘুরতে গিয়ে মেলার নৌকায় দোল দেওয়ার সময় অসুস্থ্য হয়ে পড়েছেন চার জন এসএসসি পরীক্ষার্থী।
বুধবার (২৭ মেপ্টেম্বর) সন্ধায় পঞ্চগড় পৌর সভা মাঠে অনুষ্ঠিত পৌর বাণিজ্য মেলায় এ ঘটনাটি ঘটে। এসময় অন্যসহপাঠীরা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
অসুস্থ্যরা হলেন পঞ্চগড় সদরের উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকায় সাদেকুল ইসলামের মেয়ে সাবিয়া (১৬), বিএম কলেজ এলাকার ওয়াজেদ আলীর মেয়ে রিয়া (১৬), বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের গাইঘাটা এলাকার খাদিমুল ইসলামের মেয়ে রিতা (১৬) ও পঞ্চগড় শহরের মিলগেট এলাকার মুসলিম উদ্দিনের মেয়ে কাউসারী (১৬)।
অসুস্থ্য হয়ে পড়া শিক্ষার্থীরা পঞ্চগড়ের ডক্টর আবেদা হাফিজ স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর এসএসসির সদ্য বিদায়ী পরীক্ষার্থী।
জানা যায়, বুধবার ডক্টর আবেদা হাফিজ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করলে অনুষ্ঠানে অংশ নেয় পরীক্ষার্থীরা৷ পরে অনুষ্ঠান শেষে তারা ১৭ জন বান্ধবী মিলে পঞ্চগড় পৌর বানিজ্য মেলায় ঘুরতে যায়৷ সন্ধায় মেলায় দোলনা নৌকায় উঠলে তাদের মধ্যে ৪জন সাইক্লোজিকাল সমম্যার কারণে শ্বাসকষ্ট হয়ে অসুস্থ্য হয়ে পড়েন৷ এসময় তাদের অসুস্থ্য অবস্থায় সহপাঠী শিক্ষার্থী দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
পঞ্চগড় সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার আঞ্জুমান আরা বলেন, হঠাৎ মেলার দোল খাওয়া নৌকায় চড়ায় সাইক্লোজিকাল সমস্যার কারণে শ্বাসকষ্ট শুরু হলে তারা অসুস্থ্য হয়ে পড়ে।
এফআর/অননিউজ