পঞ্চগড়ের বোদা উপজেলায় যুবদলের কর্মীসভার পাশে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটনানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর পরেই ৪টি তাজা ককটেল উদ্ধার সহ ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (৪ নভেম্বর) রাতে উপজেলার গড়ের ডাঙ্গা এলাকায় মানিকপীর বেংহারী ফাজিল মাদরাসা মাঠে যুবদলের কর্মীসভা চলাকালে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
রাতেই বেংহারী বনগ্রাম ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সোহাগ হোসেন বাদী হয়ে বোদা থানায় বিস্ফোরক আইনে ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ থেকে ২৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। এর আগে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল হাসান হিরু (৪০) ও বোদা পৌরসভার আওয়ামী লীগের সদস্য জুয়েল ইসলাম (৫৪)।
থানা পুলিশ জানায়, রাতে বেংহারি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মীসভা চলছিল। হঠাৎ রাতে আঁধারে মাদরাসা প্রাচীরের বাইরে থেকে দূর্বৃত্তরা কর্মীসভা লক্ষ্য করে পরপর তিনটি ককটেল ছুড়ে মারে পালিয়ে যায়। ককটেলগুলো গাছে লেগে পাশে পড়ে গিয়ে বিস্ফোরিত হয়। এতে বাদী বেংহারী বনগ্রাম ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সোহাগ হোসেন (২০), যুবদলের কর্মী জাহাঙ্গীর আলম (৩২) ও বাবু (৩৫) ককটেল বিস্ফোরনে আহত হয়। পরে সভার কর্মীরা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে সভার অতিথিরা ফোনে বিষয়টি অবগত করলে ঘটনাস্থলে গিয়ে ৪টি তাজা ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা দায়ের হলে রাতেই অভিযান চালিয়ে এজাহার ভুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আই/অননিউজ২৪।।