দলীয় কার্যক্রমকে আরো গতিশীল করতে পঞ্চগড়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর সমন্বয়ে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নিয় পঞ্চগড় সরকারি অডিটোরিয়মের হলরুমে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের হামলা-মামলা, গুমের শিকার বিভিন্ন কর্মকান্ডার কথা উপস্থাপন করে প্রতিবাদ জানান। পরে জেলা ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় নেতাকর্মীরা।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া'র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সহ-সমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও রংপুর জেলার সভাপতি নাজমুল আলম নাজু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ পঞ্চগড় জেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
একে/অননিউজ24