পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে সাব রেজিস্ট্রি অফিসে সংবাদ সংগ্রহ করতে যাওয়া স্থানীয় কয়েকজন সাংবাদিককে অবরুদ্ধ করে লাঞ্চিত ও হেনেস্তা করার অভিযোগে দায়ের করা মামলায় মিজানুর রহমান নামের এক সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।
বুধবার (১ নভেম্বর) দুপুরে পঞ্চগড় আমলী আদালত (৫) এর বিচারক এ আদেশ দেন।
জানা যায়, মিজানুর রহমান নামে ওই সাব রেজিস্ট্রার আটোয়ারী উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে দায়িত্বে আছেন।
এর আগে বুধবার ওই সাব রেজিস্ট্রারের আদালতে হাজিরার দিন ধার্য ছিল। কিন্তু আদালতে হাজিরা না দেওয়ার কারনে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত।
এর আগে গত ১১ এপ্রিল স্থানীয় চার সাংবাদিক আটোয়ারী সাব রেজিস্ট্রি অফিসে সংবাদ সংগ্রহ করতে যায়। এসময় তাদের অবরুদ্ধ করে লাঞ্চিত ও হেনেস্তা করে। ওইদিন থানায় অভিযোগ দায়ের করে পরের দিন বাদী হয়ে সাব রেজিস্ট্রার মিজানুর রহমানকে ১ নম্বর আসামি করে ৭ জনের নামে আটোয়ারি থানায় মামলা দায়ের করেন সাংবাদিক সিদ্ধার্ত কর্মকার।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সোহেল রানা সরকার সাংবাদিকদের জানান, পূর্বের তারিখে সাব রেজিস্ট্রার মিজানুর রহমানকে আদালত হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু তিনি হাজিরা না দেওয়ার কারনে আদালত সাব রেজিস্ট্রার মিজানুর রহমানের নামে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
এফআর/অননিউজ