পঞ্চগড়ে অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী মেহেদী রাঙা উৎসব পালন করেছে একদল তরুণ-তরুণী।
মঙ্গলবার (৯ এপ্রিল) দিনব্যাপী পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়েস্টেশন চত্বরে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড় এর সহযোগিতায় শহরের স্টেশনের বিভিন্ন এলাকার প্রায় অর্ধ শতাধিক অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের হাত মেহেদীর আল্পনায় রাঙিয়ে দেয় তারা। এতে বাঁধভাঙা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে শিশুরা।
আয়োজকেরা বলেন, আগামী বৃহস্পতিবার ঈদুল ফিতর। দিনটি সবার জন্য আনন্দের। আমরা চেষ্টা করছি ঈদের আনন্দ যেন গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও ছড়িয়ে পড়ে। তাই এই শিশুদের হাতে মেহেদী রাঙিয়ে দিলাম।
জানা গেছে, টানা ৪র্থ বারের মত স্টান্ড বাই দ্যা হেল্পেস পিপলস নামে একটি সামাজিক সংগঠন এ উৎসবের আয়োজন করে।
সংগঠনের প্রধান রাকিব হাসান বলেন, গত চার বছর ধরে আমরা এ উৎসব পালন করে আসছি। ঈদ সবার জন্য আনন্দের দিন। আমরা সবাই উদ্যোগ নিয়েছি এ বছর নিজে মেহেদী হাতে দেওয়ার পাশাপাশি গরিব, অসহায়, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদী রাঙা উৎসব পালন করব। তাই সবাই চাঁদা দিয়ে কিছু ফান্ড তৈরি করেছিলাম। সেই টাকা দিয়ে এসব শিশুদের হাতে মেহেদী রাঙিয়ে দিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন, স্টান্ড বাই দ্যা হেল্পেস পিপলস সংগঠনের প্রধান রাকিব হাসান, মেহেদী উৎসবের সমন্বয়ক অ্যাড. আহসান হাবিব সরকার, সদস্য সানাউল্লাহ্, ইমন, রাজু, তামান্না সহ সংগঠন দুটির সদস্যরা।
এফআর/অননিউজ