পঞ্চগড়ে পাথর বোঝাই ট্রলির চাপায় রফিকুল ইসলাম বাচ্চু (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধায় পঞ্চগড় সদর উপজেলার ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহাজারে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধ বাচ্চু ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়নের বন্দরপাড়া গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে।
জানা যায়, বিকেলে নিজ বাড়ি থেকে টুনিরহাট বাজারে বাজার করতে যায় বৃদ্ধ বাচ্চু। বাজার করে সন্ধায় ইজিবাইকে ফিরছিলেন। একসময় গলেহাজারে ইজিবাইক থেকে নেমে রাস্তা পাড় হওয়ার সময় পঞ্চগড় থেকে টুরহাটগামী দ্রুতগ্রামী একটি পাথর বোঝাই ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। ঘটনার পর পরেই স্থানীয়রা ঘাতক ট্রলিটিকে ধাওয়া করে চালকসহ ট্রলিটিকে আটক করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার জানান, ঘাতক ট্রলির চালককে স্থানীয়দের মাধ্যমে আটক করে থানা হেফাযতে নেয়া হয়েছে। এ ঘটনায় সড়ক দূর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।
এফআর/অননিউজ