পঞ্চগড়ে সীমান্ত এলাকায় বিজিবির জনসচেতনতা মুলক সভা ও শীতবস্ত্র বিতরণ

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকার মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মতবিনিময় সভা করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বিওপির আওতাধীন ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় শতাধীক শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে উপহার হিসেবে কম্বল তুলে দেন ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

সভায় সীমান্ত এলাকার বিভিন্ন দিক নির্দেশনা প্রদানসহ সীমান্ত হত্যা বন্ধে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের অবাধে চলাফেরা না করার আহ্বান জানান বিজিবি। একই সাথে সীমান্ত নদী হতে সীমান্তের শুন্য লাইন অতিক্রম করে পাথর ও বালু উত্তোলন না করা, স্থানীয় জনগণ কর্তৃক সীমান্তে অবৈধ অনুপ্রবেশে সহায়তা না করা, আশ্রয়- প্রশ্রয় না করা, চোরাচালান/ মাদকদ্রব্য পাঁচারে স্থানীয় ব্যক্তিদের সহায়তা না করা এবং মাদকের ক্ষতিকর দিক, নারী ও শিশু/ মানব পাঁচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও বাংলাদেশী নাগরিক কর্তৃক সংঘটিত সীমান্ত সংক্রান্ত বিভিন্ন অপরাধ, সীমান্ত সংক্রান্ত আইন, ধারা ও শান্তির ভয়াবহতা সম্পর্কে অবহিত করা হয়।

আরো দেখুনঃ