পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটকে সমর্থন দিয়েছে পঞ্চগড় জেলা জাতীয় পার্টির একাংশ।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে শহরের সিনেমাহল রোডে প্রচারণায় নামেন তারা। এসময় হ্যান্ড মাইকে প্রচারণা চালিয়ে স্থানীয়দের কাছে ট্রাক প্রতীকে ভোট চান তারা। একই সাথে সকলকে আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহব্বান জানান।
কেদ্রীয় সিদ্ধান্ত না হলেও এ আসটির জাতীয় পার্টির প্রার্থী আবু সালেক শারীরিক অসুস্থ্যতার পাশাপাশি প্রার্থীতা স্থগিত থাকায় স্বতন্ত্র প্রার্থীকে ব্যক্তিগত ভাবে সমর্থন জানিয়ে প্রচারণায় নেমেছেন নেতা-কর্মীরা। জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাবদারুল ইসলাস মুক্তা বলেন, জাতীয় পার্টি এ দেশের ৬৮ হাজার গ্রাম বাংলার মানুষের প্রাণের পার্টি জাতীয় পার্টি। দীর্ঘদিন ধরে আমাদের এ পার্টি অপেক্ষায় ছিল। আজকেও অপেক্ষায় ছিলাম। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টির প্রার্থী অসুস্থ্যতার কারণে অংশগ্রহণ করতে না পারায় আমরা পঞ্চগড়-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আনোয়ার সাদাত সম্রাটকে সমর্থন করে তার প্রচারণায় মাঠে নেমেছি। যেহেতু আমরা স্থানীয় ভাবে এবং পরিচ্ছন্ন রাজনীতি করি তাই আজ থেকে তার পক্ষে গিয়ে আমাদের নেতা ও কর্মীরা কাজ করবে। আজকের এই প্রচারণা প্রথম, আগামীকাল থেকে পর্যায়ক্রমে শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত তিন উপজেলায় আমাদের এই প্রচারণা অব্যাহত থাকবে।
এসময় অন্যদের মধ্যে পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা, জাতীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদক মোকলেছার রহমান লাবু, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মনিরুল ইসলাম মনিসহ সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়াম্যান ও পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক আবু সালেক বলেন, আমি এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছি কিন্তু কারণবশত রিটার্নিং কর্মকর্তা আমার প্রার্থীতা স্থগিত করেছেন। তবে আমি যে কোন সময়ে প্রার্থীতা ফিরে পেলে নির্বাচনে অংশ নেবো। তাছাড়া আমি শারিরীকভাবেও অসুস্থ। কিন্তু আমাদের দলীয় কোন সিদ্ধান্ত হয়নি কাউকে সমর্থন করার বিষয়ে। যারা সমর্থন করে গণসংযোগ ও হ্যান্ডবিল বিতরণ করেছেন সেটা তাদের ব্যাক্তিগত বিষয়। তারা কাকে ভোট দিবে সেটাও তাদের বিষয়।
এফআর/অননিউজ