পঞ্চগড়ের বোদা উপজেলায় বিমাতা ভাইয়ের ছুড়িকাঘাতে বড় ভাই আব্দুল দানেশ (৪৭)’র মৃত্যু হয়েছে। এ ঘটনায় সৎ ভাই আবু বক্কর সিদ্দিক (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার আমতলা এলকায় এই নিহতের ঘটনা ঘটে। জানা গেছে, নিহত আব্দুল দানেশ আমতালা এলাকার খতির উদ্দীনের ছেলে।
পুলিশ জানান নিহতের ছোট ভাই জমি পাওয়ার পরেও বড় ভাইয়ের কাছে জমি দাবী করেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে সংঘর্ষ হয় । সংঘর্ষের এক পর্যায়ে আবু বক্কর সিদ্দিকের ছুড়িকাঘাতে বড় ভাই আব্দুল দানেশ নিহত হয়। ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
এফআর/অননিউজ