পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে বরণ করে নিয়েছেন তার কর্মী সমর্থকরা।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে তিনি বোদা উপজেলার ময়দানদিঘীতে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও রেলপথমন্ত্রীর বড় ভাই বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের কবর জিয়ারত করে পঞ্চগড় জেলা শহরের উদ্দেশ্যে রওনা হন।
এ সময় সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে তার প্রায় ১০ হাজার কর্মী সমর্থক আনন্দ মিছিল করে তাকে দলীয় কার্যালয়ে নিয়ে আসেন। বিকেলে নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। পরে শের-ই বাংলা পার্কের মুক্তমঞ্চে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা বলেন, দলকে শক্তিশালী করতে সকলের সহযোগীতা দরকার। আমরা সকলে এক হয়ে মাঠে নির্বাচনের কাজ করবো।
পরে তিনি দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।
এফআর/অননিউজ