পঞ্চগড়ের দারিদ্র ও দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ১৮ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে ও বর্ডার গার্ড ঠাকুরগাঁও হাসপাতালের যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জানা গেছে, এ জেলার একেবারে কাছে হিমাল পর্বত হওয়ায় শীতের তীব্রতায় দূর্ভোগে পড়া তীব্র শীতের মাঝে দূর্ভোগে পড়া শীতার্তদের পাশে দারিয়েছেন তারা। প্রতিবছরের ন্যায় এবারো কনকনে শীতের মাঝে প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন তারা।
এসময় পঞ্চগড় ১৮ বিজিবির সহকারী পরিচালক (এডি) জামাল উদ্দিনের সঞ্চালনায় পঞ্চগড়ের খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চগড়-১৮ বিজিবির লে. কর্ণেল সিও যুবায়েদ হাসান ও বর্ডার গার্ড ঠাকুরগাঁও হাসপাতালের সিও রাশেদুল হক দারিদ্র ও দুস্থদের মাঝে ৩ শতাধীক শীতবস্ত্র বিতরণ করেন।
পঞ্চগড়-১৮ বিজিবির লে. কর্ণেল (সিও) যুবায়েদ হাসান ও বর্ডার গার্ড ঠাকুরগাঁও হাসপাতালের লে. কর্ণেল (সিও) রাশেদুল হক জানান, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে বিজিবি। বিজিবি মানুষের পাশে অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এরি ধারাবাহিকতায় পঞ্চগড়ে যৌথ ভাবে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হচ্ছে।
এফআর/অননিউজ